নিঃশেষ হওয়ার আগে / সৌমেন দাস...
যেদিন আমাদের মধ্যে প্রথম ঝগড়া হলো, তুমি রাগ করলে, কথা বললে না সেদিন বুঝেছিলাম জীবনের কত গভীরে তুমি আছো ঘুমন্ত শিশুর মধ্যেও খুঁজে পাচ্ছি তোমার অবয়ব... কেমন যেন অদ্ভুত হয়ে যাচ্ছে সবটা, বদলে যাচ্ছে চারিদিক। কয়েক দিন আগে নদীর ধারে খুনসুটি প্রেম নিয়ে শেষ বিকালটা সবুজ ঘাসে হেঁটেছিলো যারা, তারাও আজ প্রেমকে বন্দি করেছে চ্যাটবক্সে। সমাজের বুকে মিথ্যে বিক্রি করছে কিছু ভন্ড বাবা, গোগ্রাসে গিলছে কিছু মানুষ। লন্ডভন্ড হচ্ছে সময়, মুছে যাচ্ছে স্মৃতি। হারিয়ে যাচ্ছে মানুষ। হেরে যাচ্ছে মানুষ। তাই, আর ভাবার সময় নেই, মিথ্যে ঘোড়া দৌড়ে সময় গিয়েছে অনেক। প্রেমে পড়ার সময় বোধ হয় এটাই! সব কিছু নিঃশেষ হয়ে 'নট এভেলেবেল' বোর্ড দেখার আগে ভালোবাসো। একটু নিজেদের মতো উদ্যমে বাঁচি আমরা, কালশিটে পড়া পৃথিবীর বুকে লিখে যায় নতুন এক যুগলের নাম...