ডিপ্রেশন ২



মাঝ রাতে চূড়ান্ত রকমের একটা ছটফটানিতে ঘুম ভেঙে যায়!

জলের বোতল হাতে আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে

স্তিমিত আলোয় রগচটা আমির ভিতর আবিষ্কার করি আর এক আমি।

নিঃস্ব। পোড় খাওয়া। গম্ভীর। অপদার্থ।


নিজের হাতে লাগানো শখের গাছটার মূল কেটেছি  নিজের হাতেই-

এখন শুধু সত্যি লুকানোর চেষ্টায়

গাছের ডগায় জল ঢালি নিয়ম করে...

মদের গেলাসে আজ আর কোনো নেশা নেই,

বিরক্তি আসে প্রেমিকার গাওয়া গানগুলোয়।


নিজেকে আরও কাছে নিয়ে যাই বৃদ্ধ আয়নার,

চেনা চোখের মাঝে খুঁজে পাই অজস্র প্রশ্নের ভীড়।

সত্যিই বুঝি প্রথম প্রেম ভোলা যায় খুব সহজে?

ত্যাগ করা যায় প্রথম প্রেমিকার স্মৃতি...?


উত্তর খুঁজতে খুঁজতে

ক্রমশঃ ভেঙে আসা শরীরে

জমাট বাঁধে একরাশ অপদার্থতা।

তারপর?

তারপর

নিজেকে ডুবিয়ে ফেলি হতাশার অতলান্তে....


Picture Courtesy: Google

Comments

Post a Comment

Popular Posts