শীত; সৌমেন দাস...
ইদানিং আমার আর কিছু ভালো লাগে না।
সারা শরীর জুড়ে শুধু নেমে আসে অকাল শীত,
ঘন কুয়াশার মাঝে শুরু হয় বিক্ষিপ্ত তুষারপাত।
আমার চোখ ঘিরে ধরে গা- পোড়া জ্বর,
উত্তুরে হওয়ায় তীব্র হয় হাড় ভাঙার শব্দ
ক্রমশঃ ক্ষীণ হয়ে আসে আমার হৃদস্পন্দন...
তবুও মাঝে মাঝে
উষ্ণ ধোঁয়া ওঠা কফি কাপে চুমুক দিতে দিতে
বারান্দায় গেলে,
আমাকে আলতো ছুঁয়ে যায় এক মুঠো রোদ।
রোদ?
না তুমি?
আমি বুঝতে পারি না...
ছবি আর লেখা দুইই দারুণ
ReplyDeleteKhub sundor ❤️
ReplyDelete