এপিটাফ; সৌমেন দাস...

 

ইদানিং,

আমার আর কিছু মনে থাকে না।

কংক্রিট মোড়া ব্যস্ত শহরের নাগপাশ কাটিয়ে এসে

অন্ধকার নিস্তব্ধ ঘরে ঢুকলে আমি ভুলে যাই

আমার দিগ্বিদিক।

আমি ভুলে যাই, আমার চারপাশে জড়িয়ে থাকা মানুষজন।

এতদিন আমার মাথার গায়ে যা কিছু খোদাই করা ছিল,

সব কিছুই এবার ধীরে ধীরে খসে পড়ছে,

জীর্ণ বাড়ির চটে যাওয়া দেওয়ালের প্রলেপের মতো।

আমি টের পাই

আমার ক্ষত বাড়ছে...

 

আমি লিখতে বসি।

অসহায় খাতার উপর নীরবে অক্ষর সাজায় রক্তাক্ত কলম...

 

কী লিখি?

 

কবিতা

নাকি

নিজের জীবনের এপিটাফ



Comments

Popular Posts