সখ্যতা, প্রেম ও অপেক্ষা।
ক্যালেন্ডারের পাতার হিসেবে এখন বারো মাস উনিশ দিন-
তবুও বিচ্ছেদ কাটেনি।
থমকে যাচ্ছি; কোনো টান নেই।
শহর তলির বুকে বহুদিন ধরেই বৃষ্টি নামেনা
আর্দ্রতাহীন উত্তুরে হওয়ার দাপট
টুকরো টুকরো করছে শহরের শুকনো মাটি।
এ শহরে কোনো প্রেম নেই, অক্সিজেন নেই,
কবিতার চারা গাছ মরে যাচ্ছে একটু একটু করে।
এত গুলো দিন পরেও কেউ প্রেম রেখে যায়নি শহরের ডাকবাক্সে।
ক্যালেন্ডারের পাতার হিসেব এখন বারো মাস উনিশ দিন-
এখনো পথ চেয়ে থাকি
যদি কখনো একটা দমকা হাওয়া আমার জন্য অক্সিজেন নিয়ে আসে!
এক এক করে লাল দাগ বাড়ছে ক্যালেন্ডারে;
একটু একটু করে শেষ হয়ে আসছে আরও একটা শীতকাল;
আসবে শরৎ, বসন্ত, গ্রীষ্ম।
বৃষ্টির পূর্বাভাস দেবে আবহাওয়া দপ্তর,
বৃষ্টি হবে, ঝড় হবে; চূড়ান্ত এক ঝড়…!
লন্ডভন্ড হবে সব কিছু, আর আমি? আঁকড়ে ধরবো…!
দুটো বিষম বস্তু কি ঝড়ের মধ্যেও সখ্যতা জমায় না?
এতোগুলো দিন কেটে গেল নিঃশব্দে তবুও কি
শহরটার বুকে একটাও প্রেম গড়ে ওঠেনি,
নাকি সকলেই এখনো আমার মতোই বসে আছে এই রুক্ষ শহরের বুকে প্রথম বৃষ্টির ফোঁটার অপেক্ষায়।
Comments
Post a Comment