প্রিয়তমা কে / সৌমেন দাস...

 ইদানিং

আমি আর খুব বেশি কথা বলি না;

বলার সুযোগও হয় না।

আমার পরিচিত যত মানুষ- 

তারা এখন নিখোঁজ।


তাদেরকে পুনরায় খুঁজে আনার মতো

কোনো দৈব ক্ষমতাও আমার নেই;

 ছিলও না কোনদিনই!

ফলে নিরুপায় হয়েই নিজেকে আটকে রাখি

অন্ধকার ঘরের ভিতর।

নিঃশ্চুপ, নিঃশব্দ!


হঠাৎ,

হাট খুলে যায়

আমার ঘরের সিংহদ্বার।

দমকা হাওয়া!


তুমি যাওয়ার পরে

এ তল্লাটে আর কোনো মানুষ আসে না।




Comments

Popular Posts