মুখোশ / সৌমেন দাস

চোখ ও চশমার মধ্যে যে দূরত্ব, 

                         সেখানে জমা হয় একরাশ কান্না।

স্বচ্ছ কাঁচের গায়ে লেগে থাকা নোনা বাষ্পের আস্তরণ

 প্রাচীর―
যার এক প্রান্তে লুকিয়ে থাকে অজস্র দুঃখভোগ
অপর প্রান্তে মৃদু হাসি

যেন মুখোশ!

আসলে চশমাটাও এক প্রকার  মুখোশ
যা শত চেষ্টা করেও কান্নার সংজ্ঞা মুখস্থ করে 
তার ছবি আঁকতে ব্যর্থ
 





 

Comments

Popular Posts